আমি সবসময়ই হলুদ জার্সিতে থাকব: ধোনি
মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের সবচেয়ে সফল অধিনায়ক। আগামী মৌসুমেও খেলবেন কিনা এ ব্যাপারে ধোঁয়াশা রেখেছেন তিনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি। যদিও গতবার চ্যাম্পিয়ন হয়নি চেন্নাই।
ধোনি তার ভবিষ্যৎ নিয়ে এভাবে বলেছেন, ‘আমি আর চেন্নাই একসঙ্গে থাকছি। এমনকি আগামী ১৫-২০ বছরও (ভক্তদের উল্লাস)। যদিও আমি আশা করি তারা ভাববে না আমি ১৫-২০ বছর খেলব! এটা এক বা দুই বছরের ব্যাপার না। আমি সবসময়ই হলুদ জার্সিতে থাকব। খেলব কিনা সেটা সময়ের হাতে তোলা থাক, তবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন।’
আইপিএল ক্যারিয়ারের প্রায় পুরোটাই চেন্নাইয়ের হয়ে খেলেছেন। জন্ম রাঁচিতে হলেও চেন্নাই তার ঘর হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা উল্লেখ করে ধোনি বলেন, ‘এই সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। এটা আমাকে মানুষ হিসেবেও উন্নত করেছে, ক্রিকেটার হিসেবেও। সিএসকে যেন হঠাৎ করেই জীবনে চলে এসেছিল। এটা চেন্নাইয়ের জন্য ভালো ছিল, আর এখন আমার জন্যও।’
সবশেষ পাঁচ মৌসুমে চেন্নাই দুবার শিরোপা জিতলেও বাকি তিনবারই প্লেঅফে উঠতে পারেনি। সবশেষ মৌসুমে তো সবার তলানিতে থেকে শেষ করেছে। দলের পারফরম্যান্সের অধঃপতন স্বীকার করেছেন তিনি, ‘হ্যাঁ, গত কয়েক বছর আমাদের ভালো কাটেনি। আমরা মান অনুযায়ী পারফর্ম করতে পারিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- শিক্ষা কাজে লাগানো। হ্যাঁ, খারাপ একটা মৌসুম গেছে। কিন্তু কী ভুল হয়েছিল? গত মৌসুমেও এই প্রশ্নটাই আমাদের সামনে ছিল।’