কোয়াবের বৈষম্যের প্রতিবাদে সরব বাংলাদেশের নারী ক্রিকেটাররা
দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন নারী ক্রিকেটাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন রুমানা আহমেদ। সরাসরি কোয়াবকে দোষী না করলেও ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
আগামী ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। গত ৪ আগস্ট অ্যাডহক কমিটির বৈঠক শেষে নির্বাচনের তারিখ জানিয়েছেন আহ্বায়ক সেলিম শাহেদ। এরই মধ্যে স্ট্যাটাস দিয়ে সংগঠনটির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনলেন রুমানা।
আজ শুক্রবার ফেসবুকে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রুমানা লিখেছেন, ‘বৈষম্য, বৈষম্য আর বৈষম্য। যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা কেন? আমরাও তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লীগ যেমন– wipl, wbbl, wpsl….খেলে, সেখানে আমরা এটা (wbpl) নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই। বারবার একইভাবে পরের বছর বলে বলেই থেমে যায়। যদিও আমাদের ছেলেদের bpl এখনো দাঁড়াতে পারিনি। কিন্তু এই দায়ভার কার?’
কোয়াবকে নিয়ে অলরাউন্ডার রুমানার অভিযোগ, ‘সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও, কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাইবা কোথায় এখন? তামিম-সাকিব-মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, সালমা-রুমানা-জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী-পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি।’
রুমানার মতো বিস্তারিত লেখেননি জ্যোতি। নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’