পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামল ইংল্যান্ড পুলিশ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১১:৪৬
শেয়ার :
পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামল ইংল্যান্ড পুলিশ

পাকিস্তানের ব্যাটার হায়দার আলীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যদিও তার বিরুদ্ধে আসলে কী অভিযোগ, সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে পাকিস্তান শাহিনসের (এ দল) সাম্প্রতিক ইংল্যান্ড সফরের কোনো ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। 

গত সোমবার শাহিনসের সেই সফর শেষ হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তারা ঘটনাটি জানে এবং তদন্ত চলাকালীন হায়দারকে পূর্ণ আইনি সহায়তা দেবে। 

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তবে ২৪ বছর বয়সী এই ব্যাটারকে জিজ্ঞাসাবাদ করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে কোনো টেস্ট না খেললেও ২টি ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হায়দার। দুই ওয়ানডেতে ৪২ রান করলেও টি-টোয়েন্টিতে তার রান পাঁচ শ’র ওপরে। তিনটি ফিফটিও আছে মিডল অর্ডার এই ব্যাটারের ঝুলিতে। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৯ সালে বাংলাদেশে খেলে গেছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে।