ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামাল-দেম্বেলেসহ যে ৩০ জন

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ২০:৪২
শেয়ার :
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামাল-দেম্বেলেসহ যে ৩০ জন

২০২৫ সালে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ জনের এই তালিকা প্রকাশ করেন আয়োজকরা। যেখানে জায়গা হয়েছে গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলা লামিনে ইয়ামাল ও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ জেতানো উসমান দেম্বেলের।

 আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গতবারের মতো এবারও সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ও পাঁচবারের বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর।

সবমিলিয়ে মোট ছয়টি বিভাগে মোট ১০টি পুরস্কার দেওয়া হবে। ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৩০ জন পুরুষ ও নারীর নাম ক্রমান্বয়ে দেওয়া হলো-

 ব্যালন ডি’অর পুরুষের জন্য ৩০ জনের তালিকা

উসমান দেম্বেলে (পিএসজি), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), দিজিরে দুয়ে (পিএসজি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), সেরহু গিরাসি (বুরুশিয়া ডর্টমুন্ড), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), ভিক্তর ইয়োকেরেশ (আর্সেনাল), আশরাফ হাকিমি (পিএসজি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), খাভিচা কাভারাৎস্খেলিয়া (পিএসজি), রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), স্কট ম্যাকটমিনে (নাপোলি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), নুনো মেন্দেস (পিএসজি), জোয়াও নেভেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), কোল পালমার (চেলসি), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), রাফিনিয়া (বার্সেলোনা), ডেকলান রাইস (আর্সেনাল), ফাবিয়ান রুইস (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মোহামেদ সালাহ (লিভারপুল), ফ্লোহিয়ান ভিয়েৎস (লিভারপুল), ভিতিনিয়া (পিএসজি) ও লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।

 ব্যালন ডি’অর নারীর জন্য ৩০ জনের তালিকা

লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড), বারবারা বান্দা- অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া), আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন), স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স), মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন), ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি), সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি), স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া), মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি), টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই), এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র), ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি), এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন), ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে), পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন), আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল), হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড), পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক), লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র), ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড), মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল), ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে), এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড), ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স), আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড), ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন), আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন), ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন), ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড) ও লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)।