বগুড়া, রাজশাহী ও সিলেটে হবে এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১৮:৫২
শেয়ার :
বগুড়া, রাজশাহী ও সিলেটে হবে এনসিএল টি-টোয়েন্টি

সবশেষ এনসিএল টি-টোয়েন্টি শুধু সিলেটে আয়োজিত হলেও এবারের আসরটি অনুষ্ঠিত হবে তিনটি শহরে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, সিলেট ছাড়াও এবার খেলা হবে বগুড়া ও রাজশাহীতে। এছাড়া গতবার ডিসেম্বর মাসে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার সেটি হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে।

আকরাম খান বলেন, ‘এটা (এনসিএল) নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। কারণ এক জয়গায় দুটি করে মাঠ দরকার। অনেক চিন্তা করে আমরা ঠিক করেছি বগুড়া, রাজশাহী ও সিলেটে করব এই টুর্নামেন্ট। এই তিনটা জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

বগুড়া ও রাজশাহীতে খেলা নেওয়ার যৌক্তিকতা নিয়ে আকরামের ভাষ্য, ‘ওদের (বগুড়া) তো আসলে বিপিএলেও অনেক চাহিদা আছে। ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করছি ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। বগুড়ায় আগে অনেক খেলা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে। সেটা আমাদের মাথায় আছে। রাজশাহীতে অনেক ক্রিকেট ভক্ত আছে। ভালো ভালো ক্রিকেটার উঠে এসেছে ওখান থেকে।’

গুরুত্বপূর্ণ দুই ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল সিলেটে হবে বলেও জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ‘সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিন-রাতের ম্যাচ করব। সেটার জন্য আমরা সিলেটে পরিকল্পনা করছি।’

উইকেটের প্রতিই মূল গুরুত্ব দিচ্ছেন আকরাম, ‘আমরা প্রথমে এমএ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে লাইট আছে (দিন-রাতের ম্যাচের জন্য)। কিন্তু এমএ আজিজে ভালো উইকেট আমরা পাব না। এজন্য বাতিল করেছি। বগুড়ায় যেটা শুনলাম, মোটামুটি ভালো অবস্থায় আছে সবকিছু। আমাদের হাতে যেহেতু এখনও ৪০ দিনের মতো আছে। গ্রাউন্ডস বিভাগ থেকে কালকে লোকজন যাবে। ওরা দেখে-দেখে বলবে যে কী কী লাগবে।’

টি-টোয়েন্টিতে রান চান তিনি, ‘আমরা অবশ্যই ভালো উইকেটে খেলতে চাই, টি-টোয়েন্টিতে যেন প্রচুর রান হয়। এই ব্যাপারটা আমাদের মাথায় আছে। উইকেট ও অন্যান্য সুযোগ-সুবিধা আমরা ভালো দিতে চাই। গতবার ম্যাচ ফি ছিল ২৫ হাজার, এবার সেটা বাড়িয়ে ৪০ হাজার করেছি। অন্যান্য সুবিধাও আমরা বাড়ানোর চেষ্টা করছি।’