কোহলির চারটি অজানা গুণ প্রকাশ্যে আনলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১৭:০৯
শেয়ার :
কোহলির চারটি অজানা গুণ প্রকাশ্যে আনলেন ধোনি

সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। অন্যতম সেরা টেস্ট অধিনায়কও। বোলিংটাও পারেন তিনি। আর ফিল্ডার হিসেবে দুর্দান্ত। তবে মাঠের বাইরেও কিছু বিশেষ গুণ আছে কোহলির। এক সময়ের সতীর্থের সেই গুণগুলো প্রকাশ্যে আনলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলির চারটি গুণের কথা তুলে ধরেন ধোনি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘কোহলি খুবই ভালো গান গায়, ভালো নাচতে পারে, অন্যকে দারুণভাবে নকল করতে পারে এবং প্রচণ্ড মজা করতে পারে। যদি ও মুডে থাকে, তাহলে এতটা বিনোদন দেবে আপনি ভাবতেও পারবেন না।’

কোহলিকে ‘বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ’ হিসেবেও উল্লেখ করেছেন ধোনি। তার কথার কিছুটা প্রমাণও অবশ্য অতীতে দেখা গেছে। সবশেষ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে কোহলিকে। এছাড়া তার হাস্যরসের প্রমাণও পাওয়া গেছে অনেকবার। তবে তার গাইতে পারার ব্যাপারটি ও অন্যদের নকল করার ব্যাপারটি বেশিরভাগেরই অজানা ছিল। 

দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন ধোনি ও কোহলি। দুজনের মধ্যে সম্পর্কও বেশ। অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর কোহলির কথায়ই সেটি স্পষ্ট হয়েছে। 

কোহলি বলেছিলেন, ‘একটা কথা আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই- টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার পর আগে যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে শুধু একজনের থেকেই বার্তা পেয়েছিলাম। সেটা হলো মহেন্দ্র সিং ধোনি।’