১৭ বছরের ফারহান ও ৪৩ এর অ্যান্ডারসনের একসঙ্গে অভিষেক

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১২:১৬
শেয়ার :
১৭ বছরের ফারহান ও ৪৩ এর অ্যান্ডারসনের একসঙ্গে অভিষেক

ফারহান আহমেদের জন্ম ২০০৮ সালে। তবে সেবছরই জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন ১১৪টি ম্যাচ। প্রায় চার দশকের ব্যবধানের দুই ক্রিকেটারের পথচলা এবার একসঙ্গে শুরু হলো ২০২৫ সালের দ্য হান্ড্রেড আসরে। কিন্তু অভিষেকে বিবর্ণ ছিলেন অ্যান্ডারসন। ফারহান দেখেছেন কিছুটা আশা।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার অনুষ্ঠিত ১০০ বলের এই টুর্নামেন্টের ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসকে ১ বল হাতে রেখে ১ উইকেটে হারিয়ে দিল সাউদার্ন ব্রেভ। নাটকীয় ম্যাচের শেষটায় স্মরণীয় হয়ে থাকল টাইমাল মিলস ও ক্রেইগ ওভারটনের ঝড়ো ব্যাটিংয়ের জন্য।

৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেড’-এ অভিষেক হলো ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের। তবে অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি একদমই—২০ বলে দেন ৩৬ রান, উইকেটহীন থাকার পাশাপাশি পাঁচটি বল করেন ডট।

অন্যদিকে, ১৭ বছর বয়সী অফস্পিনার ফারহান আহমেদ ৫ বল করে দেন মাত্র ৮ রান। প্রথম বলেই দেন দুই রান, পরের বলে ছক্কা হজম করলেও শেষ তিন বলে কোনও রান না দিয়ে প্রমাণ রাখেন সম্ভাবনার।

ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদের ছোট ভাই ফারহান। বড় ভাই রাহিম আহমেদও খেলেন ইংলিশ ঘরোয়া ক্রিকেটে। এক পরিবারে তিন ক্রিকেটারের পেশাদার পথচলা নজর কাড়ছে ভক্তদের।

প্রথমে ব্যাট করে ম্যানচেস্টার অরিজিনালস তোলে মাত্র ১৩১ রান। অধিনায়ক ফিল সল্ট একপ্রান্তে ৪১ বলে ৬০ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন ম্লান।

জস বাটলার (১৮ বলে ২২), হাইনরিখ ক্লাসেন (১৬ বলে ১৫), লুইস গ্রেগরি (১০ বলে ৬) – কেউই ইনিংস মেরামত করতে পারেননি। একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন মার্ক চ্যাপম্যান, ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

সাউদার্ন ব্রেভের হয়ে টাইমাল মিলস নেন ৩ উইকেট, দেন মাত্র ২২ রান ২০ বলে।

জবাবে ব্যাট করতে নেমে সাউদার্ন ব্রেভের ইনিংসও ছিল টালমাটাল। ওপেনারদের দ্রুত হারানোর পর অভিজ্ঞ জেসন রয় ২২ বলে ৩০ রান করে কিছুটা স্থিতি ফেরান।

তবে মিডল অর্ডারে হিল্টন কার্টরাইট (১০ বলে ৯) ও মাইকেল ব্রেসওয়েল (৫ বলে ২) সুবিধা করতে না পারায় ম্যাচ চলে যায় সমীকরণের খেলায়।

শেষ ১১ বলে দরকার পড়ে ২৬ রান, হাতে মাত্র ২ উইকেট। তখনই জ্বলে ওঠেন টাইমাল মিলস ও ক্রেইগ ওভারটন। স্কট কুরির শেষ বলে মিলস হাঁকান বিশাল ছক্কা। এরপর সনি বেকারের ওভারে ওভারটন মারেন দুটি চার ও একটি ছক্কা।

তবু জমে যায় শেষের লড়াই। শেষ ৫ বলে দরকার ৪ রান, গ্রেগরি প্রথম তিন বলেই দেন মাত্র ১ রান, তুলে নেন মিলসের উইকেট। তবে চাপে ভেঙে না পড়ে পরের বলে চার মেরে ম্যাচ শেষ করে দেন রিস টপলি।

প্রথম ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়লেন অ্যান্ডারসন। তবে তরুণ ফারহানের পারফরম্যান্স কিউরেট করছে ভবিষ্যতের সম্ভাবনার রেখা।