এসি মিলানে যোগ দিলেন ক্লাব ব্রুজের মিডফিল্ডার
সুইজারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার আর্ডন ইয়াশাভিকে বেলজিয়ান ক্লাব ব্রুজ থেকে দলে টেনেছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। বুধবার এক বিবৃতিতে পাঁচ বছরের চুক্তিতে ইয়াশাভিকে নেওয়ার কথা জানায় সিরি আ ক্লাবটি।
যদিও আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি, ইতালিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে মিলানকে ব্যয় করতে হয়েছে ৩৪ মিলিয়ন ইউরো।
২০২৪ সালে ক্লাব ব্রুজে যোগ দেওয়ার পর ইয়াশাভি প্রথম মৌসুমেই নজর কাড়েন। দলটির হয়ে ৫২ ম্যাচে মাঠে নেমে ৪টি গোল করেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ব্রুজকে শেষ ষোলোয় তুলতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।
সুইস জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা ইয়াশাভিকে ঘিরে নতুন মৌসুমে অনেক প্রত্যাশা মিলান ভক্তদের।
আগামী ২৩ আগস্ট সেরি আ-তে নতুন মৌসুম শুরু করবে এসি মিলান, প্রতিপক্ষ দুই বছর পর লিগে ফেরা ক্রেমোনেসে। গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর মিলান লিগ শেষ করেছিল অষ্টম স্থানে। ১৯ বার লিগজয়ী দলটি এবার ঘুরে দাঁড়াতে চায় নতুন মুখ ও শক্তিশালী স্কোয়াড নিয়ে।