লিওঁতে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলের তরুণ

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ০৯:০৩
শেয়ার :
লিওঁতে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলের তরুণ

ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের প্রতিভাবান মিডফিল্ডার টাইলার মর্টনকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ। লিভারপুল থেকে পাঁচ বছরের চুক্তিতে এই তরুণকে দলে টেনেছে লিগ ওয়ানের ক্লাবটি।

দুই ক্লাবই ইতোমধ্যে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি। ইএসপিএন জানিয়েছে, লিওঁ মর্টনের জন্য লিভারপুলকে দিয়েছে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড (দেড় কোটি)।

লিভারপুলের একাডেমি থেকেই উঠে এসেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। ক্লাবটির সিনিয়র দলের হয়ে তিনি মাঠে নেমেছেন ১৪ বার। গত মৌসুমে খেলেছেন পাঁচটি ম্যাচ, তবে কোনোটি ছিল না প্রিমিয়ার লিগে।

২০২১ সালের সেপ্টেম্বরে লিভারপুলের হয়ে অভিষেকের পর মর্টন ধারাভাষ্যে খেলেছেন চ্যাম্পিয়নশিপের দুটি ক্লাব— ব্ল্যাকবার্ন রোভার্স ও হাল সিটির হয়ে।

২০২৪ সালের ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে নেমেই জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন তিনি। ইংল্যান্ড জয় পায় ৩-২ ব্যবধানে।

ফ্রান্সের মাটিতে এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন মর্টন, যেখানে নিয়মিত খেলার সুযোগ পেলে আরও বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।