বলে ক্যারিশমার পর ব্যাটে ঝড়, সামিউন জেতালেন বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ২০:০৫
শেয়ার :
বলে ক্যারিশমার পর ব্যাটে ঝড়, সামিউন জেতালেন বাংলাদেশকে

জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে আবারও জয় পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করা টাইগার যুবারা আজ নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকান যুবাদের হারিয়েছে ৫ উইকেটে। সিরিজের পঞ্চম ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আজিজুল হক তামিমের দল। 

প্রোটিয়া যুবাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ৬৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ৮০ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন সামিউন বশির ও মোহাম্মদ আব্দুল্লাহ। শেষ পর্যন্ত ৪৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ। আর সামিউন স্বভাবসুলভভাবেই ঝোড়ো ইনিংস খেলেছেন। মাত্র ৩৬ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে বল হাতেও ক্যারিশমা দেখান তিনি।  

এই দুজন বাদে আগের ৫ ব্যাটারের মধ্যে কেবল রান পেয়েছেন রিফাত বেগ। ৬৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৭ বলে ৪৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। তবে জাওয়াদ আবরার, আজিজুল, রিজান হোসেন, কালাম সিদ্দিকিরা ছিলেন ব্যর্থ।

এর আগে, প্রথমে ব্যাট করে সানজিদ মজুমদারের তোপে ১৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকান যুবারা। দলের হয়ে পল জেমস (৬৭ বলে ৩৩) ও বেনডিল বাথা (৫৯ বলে ৩৯) ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ ছিলেন। এই দুজন ছাড়া ওপেনার আদনান লাগাদিয়েন (১৭ বলে ১৬) আর ভিহান প্রিটোরিয়াসই (২৬ বলে ১৮) দুই অঙ্কের রান স্পর্শ করেছেন। 

বাংলাদেশের হয়ে ৮ ওভারে ৩৯ রান খরচায় ৪ উইকেট নেন সানজিদ। ৮ ওভারে ৩ মেডেনসহ ২০ রান দিয়ে ২ উইকেট নেন আল ফাহাদ। বল হাতেও সামিউন ছিলেন ভীষণ কার্যকরী। ৬ ওভার ২ বলে মাত্র ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি।