মেসিদের লিগে সন

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৯:০১
শেয়ার :
মেসিদের লিগে সন

সন হিউং-মিন যখন টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দেন, তখনই গুঞ্জন উঠেছিল মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি) যোগ দিচ্ছেন তিনি। সেই গুঞ্জনকে সত্যি করে লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের লিগেই যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার এলএএফসির সঙ্গে চুক্তিতে সই করেছেন সন। আজ আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে সনকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করিয়ে দেওয়ার কথা ক্লাবটির। মোট দুই কোটি মার্কিন ডলারে লস অ্যাঞ্জেলসে ভিড়ছেন তিনি। 

যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার সিদ্ধান্ত এক প্রকারে ভালোই হলো সনের। কারণ, আগামী বছরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশে। সেই হিসেবে আগাম প্রস্তুতিও নেওয়া হয়ে গেল তার। 

কিছুদিন আগেই টটেনহ্যাম হটস্পারদের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন সন। চুক্তির মেয়াদ বাকি ছিল, চলছিল প্রাক-মৌসুম প্রস্তুতিও—এর মধ্যেই হঠাৎ করেই এই ঘোষণা দেন। 

২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। তার আগে খেলেছেন জার্মান ক্লাব হামবুর্গে। স্পার্সদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭৩ গোল। এই সময়ে ক্লাবের হয়ে জিতেছেন ইউরোপা লিগ, খেলেছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ ফাইনালেও। ২০২১-২২ মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট। মাত্র আড়াই মাস আগে তার নেতৃত্বেই ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম, যা ৪১ বছর পর তাদের প্রথম ইউরোপিয়ান ট্রফি।