শিখতে নয়, জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৬:২৬
শেয়ার :
শিখতে নয়, জিততে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

জাতীয় দলে দীর্ঘদিন ধরেই নেই নুরুল হাসান সোহান। তবে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত অধিনায়কত্ব করছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্বও সামলাবেন এই উইকেটকিপার ব্যাটার। উড়াল দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সোহান। সেখানে জানালেন দল নিয়ে নিজের প্রত্যয়ের কথা। 

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই টুর্নামেন্ট। গত বছরে সেই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। দুই ধাপে কাল ও পরশু দেশ ছাড়ার কথা দলের।

সংবাদ সম্মেলনে সোহানের কাছে জানতে চাওয়া হয়েছিল- অস্ট্রেলিয়ায় যেহেতু খেলার সুযোগ তেমন একটা মেলে না, তাই এটা শেখার মঞ্চ কি না? জবাবে সোহান জানিয়ে দেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব—এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সেই ব্যাপারটা মাথায় রেখে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ। তাই জাতীয় দলের আশেপাশের ক্রিকেটারদের রাখা হয়েছে স্কোয়াডে। তবে সোহানের আপাতত ভাবনা শুধু টি-টোয়েন্টি নিয়েই। 

উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যাঁরাই খেলবেন, এটা তাঁদের জন্য বড় সুযোগ।’