এত ওপরে আগে ওঠেননি সিরাজ

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৫:৪৭
শেয়ার :
এত ওপরে আগে ওঠেননি সিরাজ

পিছিয়ে থাকার পরও ইংল্যান্ড সিরিজে জয়ের সমান ড্র করেছে ভারত। শেষ ম্যাচে জিতে সিরিজ হাতছাড়া হতে দেয়নি শুভমান গিলের দল। এই শেষ ম্যাচে জয়ের নায়ক দলটির ‘সিংহ হৃদয়’ পেসার মোহাম্মদ সিরাজ। যার স্বীকৃতিও পেলেন তিনি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ক্যারিয়ারসেরা স্থানে উঠেছেন এই ডানহাতি বোলার। 

আজ বুধবার আইসিসি প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ১২ ধাপ এগিয়েছেন সিরাজ। তাতে উঠে এসেছেন ১৫তম স্থানে। আগে সর্বোচ্চ ১৬তম স্থানে উঠেছিলেন হায়দরাবাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার। ২০২৪ সালের জানুয়ারিতে ছিলেন ১৬তম স্থানে। 

ওভালে ইংলিশদের বিপক্ষে শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন সিরাজ। আর শেষ ইনিংসে ম্যাচজয়ী বোলিং করে তুলে নেন ৫ উইকেট। ভারত পায় ৬ রানের রুদ্ধশ্বাস জয়। সিরিজ শেষ হয় ২-২ সমতায়। পরে ম্যাচসেরা হন সিরাজ। 

ওই ম্যাচের দুই ইনিংসে ৪টি করে ৮ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। তাতে ২৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে তিনি। হারলেও বল হাতে দারুণ করেছেন ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও গাস অ্যাটকিনসন। দুজনই শিকার করেন ৮টি করে উইকেট। দুই ধাপ এগিয়ে মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন অ্যাটকিনসন। আর ১৪ ধাপ এগিয়ে টাংয়ের স্থান ৪৬ নম্বরে। 

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ক্যারিয়ারসেরা চার নম্বরে তিনি। টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষ তিনে যথাক্রমে ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

ওভাল টেস্টে সেঞ্চুরি করে শীর্ষস্থান পোক্ত করেছেন জো রুট। এক ধাপ এগিয়ে ওভালের আরেক সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক আছেন দুইয়ে। তিন ও চারে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ৩ ধাপ এগিয়ে পাঁছে যশস্বী জয়সওয়াল। অলরাউন্ডারদের মধ্যে যথারীতি সবার ওপরে রবীন্দ্র জাদেজা।