উখিয়ার পাটোয়ারটেক সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটোয়ারটেক সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কোনো কাপড় ছিল না এবং মুখে ৩টি ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়সার জানান, সৈকতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ইনচার্জ দুর্জয় সরকার জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।