বেঙ্গলের সভাপতি পদে লড়বেন গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১১:৪১
শেয়ার :
বেঙ্গলের সভাপতি পদে লড়বেন গাঙ্গুলী

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে আবারও লড়তে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। দেশটির সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগেই জমা দেবেন মনোনয়নপত্র।

তবে এবার নির্বাচন আদৌ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় দৈনিক ‘আজকাল’-এর খবরে বলা হয়েছে, গাঙ্গুলী ইতিমধ্যেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্মতির ভিত্তিতেই সভাপতি বেছে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি নির্বাচন হয়ও, গাঙ্গুলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে সিএবির সভাপতির দায়িত্ব পালন করছেন সৌরভের ভাই স্নেহাশিস গাঙ্গুলী। তবে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে বার্ষিক সাধারণ সভার তারিখ—২০ সেপ্টেম্বর।

সিএবিতে গাঙ্গুলীর প্রশাসনিক যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে, সচিব হিসেবে। সে বছরই তিনি সভাপতি হন এবং ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন বলছে, সিএবি সভাপতি থাকাকালে গাঙ্গুলী বাংলার ক্রিকেটে কাঠামোগত উন্নয়নে নজর দিয়েছিলেন। কোচিং, খেলোয়াড় উন্নয়ন ও রঞ্জি ট্রফিতে দলের সাফল্যে তার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।

এদিকে বিসিসিআইয়ের শীর্ষ পদে থাকা অবস্থায় গাঙ্গুলীর সময়ে ভারতীয় ক্রিকেট আরও সংগঠিত হয়। বেঙ্গালুরুতে আধুনিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) গঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য স্থাপন করেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণভিত্তি।

নারী ক্রিকেটে গুরুত্ব দিয়ে তিনি চালু করেন উইমেনস টি-২০ চ্যালেঞ্জ। আর আইপিএলের সম্প্রচার স্বত্বে ২০২৩–২০২৭ মেয়াদে রেকর্ড ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করে বিসিসিআই, যা তার প্রশাসনিক সাফল্যের বড় উদাহরণ।