ভুটানের লিগে একাই ৫ গোল দিলেন কৃষ্ণা
ভুটান নারী লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। লিগ টেবিলের শীর্ষে রয়েছে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার দল পারো এফসি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও রুপ্না চাকমার দল ট্রান্সপোর্ট ইউনাইটেড।
গত মঙ্গলবার ম্যাচে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। দলের পক্ষে একাই পাঁচ গোল করেছেন ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। প্রথমার্ধেই পূর্ণ করেন হ্যাটট্রিক, দ্বিতীয়ার্ধে যোগ করেন আরও দুটি গোল। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন কৃষ্ণা, যা তার ভুটান লিগে দ্বিতীয়বার।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত কৃষ্ণা বলেন, ‘ভালো লাগছে আবার ম্যাচসেরা হতে পেরে। এটা আমার দ্বিতীয়বার। দলের বড় জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই সবচেয়ে আনন্দের।’
ট্রান্সপোর্ট ইউনাইটেড দলে আছেন আরও দুই বাংলাদেশি—ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। মাসুরা যদিও গোল করতে পারেননি, তবে রুপ্না নিজের দিক থেকে ম্যাচে নিশ্চিত করেছেন একটি ক্লিনশিট।
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সিনিয়র সদস্য কৃষ্ণা রানী সরকার। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তার জোড়া গোলে ফাইনাল জিতেছিল বাংলাদেশ। তবে ইনজুরির কারণে ২০২৩ সালটা মাঠের বাইরে কাটাতে হয় তাকে। ২০২৪ সালে সাফ স্কোয়াডে থাকলেও আগের ছন্দে দেখা যায়নি এই ফরোয়ার্ডকে।
তবে এবার ভুটান নারী লিগে ফিরেছেন নিজের পুরোনো রূপে। গতি, স্কিল ও গোল করার সহজাত ক্ষমতা নিয়ে আবারও আলো ছড়াচ্ছেন কৃষ্ণা। যদিও জাতীয় দলের ব্রিটিশ কোচ বাটলারের চোখে এখনও তেমনভাবে পড়তে পারছেন না তিনি।