চার বছরের আক্ষেপ ঘুচিয়ে মাঠে ফিরছেন বিশ্বকাপজয়ী অভিষেক
দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে যুব বিশ্বকাপ জেতায় বড় ভূমিকা রেখেছিলেন অভিষেক দাস অরণ্য। বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। তবে আলোর নিচেই যেন চাপা পড়ে ছিলেন নড়াইলের এই অলরাউন্ডার।
বিশ্বকাপ জয়ের পর থেকেই শুরু হয় তার ইনজুরি-দুর্ভোগ। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার সুখবর মিলেছে—সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে ফিরছেন অভিষেক।
বিশ্বকাপ জয়ের পরপরই চোটে পড়েন তিনি। ইনজেকশন ও রিহ্যাব নেওয়ার পরও পুরোদমে মাঠে ফেরা হয়নি। ২০২১ সালে বিসিবি তাকে উন্নত চিকিৎসার জন্য দুবাই পাঠানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় ভারতে। সেখানে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সীমিত পরিসরে ক্রিকেটে অংশ নেন।
২০২০ সালের মার্চে একটি লিস্ট-এ ম্যাচ খেলার পর ২০২২ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শুধু ব্যাটার হিসেবে খেলেন তিনি। তবে ইনজুরি নতুন করে ভোগাতে শুরু করলে আবারও ছিটকে পড়েন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে।
এরপর শুরু হয় দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। এখনও পুরোপুরি ফিরতে না পারলেও নিজেকে তৈরি করছেন পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে। অভিষেক জানিয়েছেন, তিনি এখন আগের চেয়ে অনেকটাই ভালো বোধ করছেন, বোলিং শুরু করেছেন এবং ব্যাটিংয়েও মনোযোগ দিচ্ছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন অভিষেক দাস।
তিনি বলেন,‘আগের চেয়ে অনেক ভালো আছি। অনেকটাই সুস্থ, এখন বোলিং করতে পারছি। ব্যাটিংয়েও জোর দিচ্ছি। অলরাউন্ডার হিসেবেই খেলতে চাই।’