আপা আর আসবে না, কাকা আর হাসবে না
ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা আর দেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসপি বলেন- আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদেরকে আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান,
যদি বহির্শত্রুর আক্রমণ দেশ থেকে মুক্ত রাখতে চান, তবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন- ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
জুলাই যোদ্ধাদের উদ্দেশে সাইফুল ইসলাম সানতু বলেন, ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে। শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে।
সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশকে অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। পুলিশের গুলিতে অতীতে যে লোক মারা যায়নি, তা কিন্তু নয়। মানুষ সেগুলো মেনে নিয়েছে। ভেবেছে, হয়তো পুলিশের কিছু ভুলত্রুটি থাকতে পারে বা আমাদের কিছু ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু এবারের গণ-অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, আমরা যারা পুলিশে আছি, আমরাও অত্যন্ত ব্যাথিত।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন- নেতৃত্বের প্রতি আমার অনুরোধ থাকবে, আজ বিডিআর হত্যাকা- নিয়ে নতুন কমিশন গঠন করা হয়েছে, আপনারাও যদি কখনও সুযোগ পান, তাহলে পুলিশের এ ব্যর্থতা নিয়ে একটি কমিশন গঠন করে জানার চেষ্টা করুন, পুলিশ কেন এ কাজগুলো করল, কাদের নেতৃত্বে, কাদের ব্যর্থতায়, কাদের প্ররোচনায়? এটা কি ইন্টারনাল কোনো ইস্যু ছিল, না কি কোনো বহির্শত্রু এর পেছনে কাজ করেছে, এগুলো ভাববার দরকার আছে। আপনারা দয়া করে এটা করবেন।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনাসভায় বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন বক্তব্য দেন।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন