এক সপ্তাহ পর টিম ডেভিডকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৭:২৪
শেয়ার :
এক সপ্তাহ পর টিম ডেভিডকে শাস্তি দিল আইসিসি

প্রায় এক সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষ হয়েছে। তবে সেই ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনার কারণে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ডেভিড। এই ধারা অনুযায়ী, ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা’ দণ্ডনীয় অপরাধ। এজন্য তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে, যেখানে ৩ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া এবং সিরিজে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানদের। ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে অনেক দূরে চলে যায়। হাত দু’টি প্রসারিত করে ডেভিড আম্পায়ারকে ওয়াইডের ইঙ্গিত করেন, যা আইসিসির নিয়ম অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ।

ওই একই ওভারে ডেভিড ছক্কা মারার চেষ্টায় ক্যাচ দিয়ে আউট হন। যদিও তার ইনিংস ছিল কার্যকর—মাত্র ১২ বলে ৩০ রান, যেখানে ছিল ৪টি ছক্কা ও ১টি চার। তার এই ঝড়ো ইনিংস জয়ের পথে অস্ট্রেলিয়াকে বড় সহায়তা করে।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইসিসি নিয়মভঙ্গের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, আর তাই দেরিতে হলেও ডেভিডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।