দ্য হান্ড্রেড /

সুপারচার্জার্সে চুক্তিবদ্ধ হলেন আমির-ইমাদ

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৫:৪৬
শেয়ার :
সুপারচার্জার্সে চুক্তিবদ্ধ হলেন আমির-ইমাদ

অবশেষে `দ্য হান্ড্রেড‘ ২০২৫ মৌসুমে পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম টুর্নামেন্টের নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে খেলবেন। এর ফলে ভারতীয় মালিকানাধীন নতুন ব্যবস্থাপনায় পাকিস্তানি খেলোয়াড়দের বাদ পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হলো।

এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দেয় যে, ভারতীয় মালিকানার প্রভাব এ টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে পড়বে না। বোর্ডের সিইও রিচার্ড গোল্ড বলেন, `আমরা জানি অন্য জায়গায় কী হয়, কিন্তু এখানে (দ্য হান্ড্রেডে) তা হবে না।‘

তবে ২০২৫ মৌসুমের মার্চের ড্রাফটে কোনো পাকিস্তানি পুরুষ খেলোয়াড় না নেয়ার ঘটনায় আলোচনা উঠেছিল। অনেকে মনে করেছিলেন, ভারতীয় মালিকদের কারণে এমনটা হচ্ছে। তবে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর, ত্রিদেশীয় সিরিজ এবং সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্সের কারণে, এছাড়াও গত বছর শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তের নাম প্রত্যাহারের কথাও গুরুত্ব পেয়েছে।

অবশেষে সোমবার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নর্দার্ন সুপারচার্জার্স দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এসেছেন বদলি খেলোয়াড় হিসেবে—বেন ডোয়ারশুইস পুরো মৌসুমে এবং মিচেল স্যান্টনার দুটি ম্যাচে না থাকায়।

প্রসঙ্গত, নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা আগামী অক্টোবর থেকে ভারতীয় মিডিয়া প্রতিষ্ঠান সান গ্রুপের-এর হাতে যাবে।