সূর্যকুমারের ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৪:২২
শেয়ার :
সূর্যকুমারের ফেরার লড়াই

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বেশ কিছুদিন ধরে চলা পুনর্বাসনের পর এখন ব্যাটিং অনুশীলনের মাধ্যমে ফিরেছেন খেলায়। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় একাডেমিতে তিনি ব্যাটিং অনুশীলনে অংশ নিচ্ছেন।

তার ফিজিওথেরাপি ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। ধীরে ধীরে তার অনুশীলনের পরিমাণও বাড়ানো হবে।

গত জুন মাসে জার্মানির মিউনিখে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় যাদবের স্পোর্টস হার্নিয়া সার্জারি। ব্যাপক বিশ্লেষণ ও চিকিৎসার পর তিনি এখন ধাপে ধাপে ফিরছেন। সূত্র অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমিক অনুশীলনের মাধ্যমে এশিয়া কাপে তাকে সম্পূর্ণ ফিট রাখা হবে।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচ খেলবে আমিরাতের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এই সময়ের চ্যালেঞ্জে পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠাই এখন তার প্রধান লক্ষ্য।

৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান সর্বশেষ খেলেন জুনে মুম্বাই টি‑টোয়েন্টি লিগে। এছাড়া আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাকে দেখা গেছে ১ জুনে মুম্বাইতে। এশিয়া কাপে যাবার আগে তিনি প্রস্তুতির অংশ হিসেবে সেন্টার অব এক্সিলেন্সে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বলে জানানো হয়েছে।