নিজের ওপর বিশ্বাসই সিরাজের সাফল্যের চাবিকাঠি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৯:৪২
শেয়ার :
নিজের ওপর বিশ্বাসই সিরাজের সাফল্যের চাবিকাঠি

পঞ্চম দিনে রোমাঞ্চকর লড়াই। জিততে পারত যে কেউ—ভারতের প্রয়োজন ছিল চার উইকেট, ইংল্যান্ডের ৩৫ রান। তবে শেষ হাসি হেসেছে ভারত। আর সেই জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে জানালেন, নিজের প্রতি অটুট বিশ্বাসই তাকে এনে দিয়েছে এই সাফল্য।

সোমবার সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে একটি ছবি খুঁজে নেন সিরাজ। গুগলে সার্চ করেন "বিলিভ" শব্দটি, এবং সেই লেখা সম্বলিত একটি ছবি সেভ করেন ওয়ালপেপার হিসেবে। যেন মোবাইল খুললেই চোখে পড়ে নিজের প্রতি আস্থার বার্তাটি।

‘সকাল থেকেই মনে হচ্ছিল আজ কিছু একটা করবই,’ বলছিলেন সিরাজ, যিনি তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদেও কর্মরত। ‘মনে হচ্ছিল আমি পারব, আর ঠিক সেটাই হয়েছে। গুগলে 'বিলিভ' লেখা ছবি দেখে সেটাই রাখি ওয়ালপেপার হিসেবে। মনে হচ্ছিল, আজ নিজেকে প্রমাণ করতে পারব। অবশেষে সফল হলাম।’

পুরো সিরিজে ভারতের লড়াইয়ের প্রশংসাও করেন সিরাজ। জানালেন, প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছেন তারা, ‘প্রথম দিন থেকেই আমরা একসঙ্গে লড়েছি। বোলিংয়ে চেয়েছি এক জায়গায় বল রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে। এই জয় তাই বাড়তি পাওয়া।’

ম্যাচের আগে সিরাজ হ্যারি ব্রুকের সহজ ক্যাচ মিস করেছিলেন, যেটি থেকে ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে। সেই ভুল এখনো ভাবায় তাকে, ‘ব্রুকের ক্যাচ মিস করার পর মনে হচ্ছিল, ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। যদি সেই ক্যাচটা ধরতাম, তাহলে হয়তো আজকের দিনের দরকার হতো না। কালকের মধ্যেই ফলাফল হয়ে যেত। তবে যেভাবে ব্রুক আমাদের আক্রমণ করেছিল, তাতে ওকে কুর্নিশ জানাতেই হয়।’

এদিকে ওভালে জয়ের আনন্দ থাকলেও, লর্ডসে হারের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় সিরাজকে, ‘লর্ডসে হারের কথা ভুলতে পারি না। সেদিন জাড্ডু ভাই বলেছিল সোজা ব্যাটে খেলার জন্য, বাবার কথা মনে করে খেলতে। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। সেই কষ্ট এখনও রয়ে গেছে।’