জাতীয় দলে ব্রাত্য সোহান ‘এ’ টিমের অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৯:১৩
শেয়ার :
জাতীয় দলে ব্রাত্য সোহান ‘এ’ টিমের অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন

নানা মঞ্চে ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে জায়গা মিলছে না নুরুল হাসান সোহানের। তবে এবার তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের ওপর ভরসা রেখে তাকে ‘এ’ দলের অধিনায়ক করে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়। আগামী ৭ আগস্ট শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি।

২০২৩ সালে জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন নুরুল। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ছিলেন ধারাবাহিক। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডির হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান, যেখানে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তার গড় ছিল ৫৮ এবং স্ট্রাইক রেট ৯৩.৫৫। এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগেও দলকে রানার্স-আপ করেছেন।

আজ সোমবার ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে অভিজ্ঞতা ও উদীয়মান প্রতিভার সুন্দর মিশেল রেখেছেন নির্বাচকেরা। এই দলে চারজন এখনো কোনো সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি—জিসান আলম, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ ও মুশফিক হাসান।

আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। সে লক্ষ্যে ‘এ’ দলের টেস্ট মডেল তৈরিতেও গুরুত্ব দিচ্ছে বোর্ড। সেই ভাবনায় দলে রাখা হয়েছে টেস্ট অভিজ্ঞ স্পিনার নাঈম হাসান এবং পেসার হাসান মাহমুদকে।

১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টপ এন্ড টি–টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর লিগ পর্বে তারা খেলবে—১৬ আগস্ট নেপালের বিপক্ষে, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস এবং ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

লিগ পর্ব শেষে সফরের অংশ হিসেবে বাংলাদেশ ‘এ’ দল ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচও খেলবে।