প্রিমিয়ার লিগে ফিরলেন পালিনিয়া, এবার টটেনহ্যামের জার্সিতে

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৬:২৭
শেয়ার :
প্রিমিয়ার লিগে ফিরলেন পালিনিয়া, এবার টটেনহ্যামের জার্সিতে

বায়ার্ন মিউনিখে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলেও অভিষেক মৌসুমটা হতাশাজনকই কেটেছে জোয়াও পালিনিয়ার জন্য। এবার সেই গ্লানি ভুলে নিজেকে নতুন করে মেলে ধরার লক্ষ্যে প্রিমিয়ার লিগে ফিরলেন পর্তুগিজ মিডফিল্ডার। তাকে ধারে এক মৌসুমের জন্য দলে টেনেছে টটেনহ্যাম হটস্পার।

সোমবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পালিনিয়াকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উভয় ক্লাব। ফুলহ্যামে দুই মৌসুম কাটানোর পর ২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

তবে জার্মান ক্লাবটিতে নতুন পরিবেশ ও ইনজুরি—দুটোই বাধা হয়ে দাঁড়ায় তার জন্য। চোট, অসুস্থতা এবং কোচের আস্থার অভাবে মৌসুমের অধিকাংশ সময়ই তাকে কাটাতে হয়েছে সাইডলাইনে কিংবা বেঞ্চে। বায়ার্নের হয়ে ২০২৪–২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মাত্র ২৫ ম্যাচ, যার মধ্যে মাত্র ১০টিতে ছিলেন শুরুর একাদশে। ফিফা ক্লাব বিশ্বকাপে দলের পাঁচ ম্যাচের চারটিতেই ছিলেন বেঞ্চে।

বায়ার্ন অবশ্য আগের বছরই তাকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল। সেসময় কোচ টমাস টুখেলের দারুণ আগ্রহ থাকলেও, শেষ মুহূর্তে ফুলহ্যামের সঙ্গে চুক্তি না হওয়ায় ভেস্তে যায় ট্রান্সফারটি। এক বছর পর প্রায় ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে নেয় বায়ার্ন। তবে নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে মূল একাদশে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ হন তিনি।

সবশেষ মৌসুমের হতাশা ঝেড়ে নতুন করে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়েই এবার ইংল্যান্ডের মাঠে ফিরছেন পালিনিয়া। টটেনহ্যামের জার্সিতে নিজেকে মেলে ধরার সুযোগ তার সামনে, যেখানে নতুন করে শুরুর প্রত্যাশা এ পর্তুগিজ মিডফিল্ডারের।