জোটার শেষকৃত্যে রোনালদোর না যাওয়াকে সমর্থন করলেন বোর্ড সভাপতি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৪:৪৪
শেয়ার :
জোটার শেষকৃত্যে রোনালদোর না যাওয়াকে সমর্থন করলেন বোর্ড সভাপতি

গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে মর্মান্তিকভাবে প্রাণ হারান পর্তুগাল জাতীয় দলের ফুটবলার দিওগো জোটা। পর্তুগাল থেকে ইংল্যান্ডের উদ্দেশে উত্তর স্পেনের মধ্য দিয়ে একটি ফেরি বন্দরে যাওয়ার সময় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। 

পরে নিজ শহর গন্ডোমারে ২৮ বছর বয়সী জোটার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়েছিলেন জাতীয় দল ও লিভারপুলের সতীর্থরা। যাদের মধ্যে ছিলেন- ব্রুনো ফার্নান্দেস, রুবেন দিয়াস, বার্নার্ডো সিলভা এবং ভার্জিল ফন ডাইকের মতো তারকারাও। তবে দেখা যায়নি জাতীয় দলে জোটার অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। মূলত, তার আগমন উপলক্ষে যাতে শেষকৃত্যের মতো অনুষ্ঠানে বিঘ্ন না ঘটে, এজন্যই সেখানে যাননি রোনালদো। 

জোটার শেষকৃত্যে রোনালদোর না থাকাকে ভালোভাবে নিতে পারেননি অনেক ফুটবলপ্রেমীই। তবে তার না যাওয়ারও যৌক্তিক কারণ ছিল। এমনটাই মনে করেন পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা।

রোনালদোর সমালোচনা নিয়ে প্রোয়েঙ্কা বলেন, ‘এটা বলা বিরাট অন্যায় যে, ক্রিস্টিয়ানো, (জোটার মৃত্যুর পরবর্তীতে) বিচ্ছিন্ন থেকেছেন। কিন্তু শুরু থেকেই অধিনায়ক (রোনালদো) আমাদের সঙ্গে ছিলেন এবং জাতীয় দল পরিবারের সঙ্গে, জোটার নিজের পরিবারের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।’

পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘আমি আবারও বলছি: তারা (সমালোচক) আমাদের অধিনায়ক সম্পর্কে যা বলেছে তা অন্যায্য। ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি এমন একজন ব্যক্তি, যিনি এটা সবচেয়ে বেশি অনুভব করেছিলেন। কারণ তিনি জোটার একজন সত্যিকারের সতীর্থ ছিলেন।’

একসঙ্গে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনালদো এবং জোটা। একসঙ্গে জিতেছেন ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ। জোটার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছিলেন, ‘কোনো মানে হয় না। এইতো সেদিন আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম, এইতো সেদিন তুমি বিয়ে করেছিলে। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।’