পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১২:৪৬
শেয়ার :
পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

টপ অর্ডারে পাকিস্তানের অন্যতম ব্যাটিং ভরসার নাম ফখর জামান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বাম হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তার। একই কারণে আজ হওয়া শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি তিনি। 

লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পান ফখর। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছুটতে গিয়ে চোট পান তিনি। তৃতীয় টি-টোয়েন্টিতে তার পরিবর্তে খেলেছেন খুশদিল শাহ। 

আজই পাকিস্তানে ফিরে যাওয়ার কথা আছে ফখরের। তার পুনর্বাসন হবে লাহোরে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। তবে তার পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে কারো নাম এখনো পর্যন্ত ঘোষণা করেনি পিসিবি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি খেলেছেন ফখর। এর মধ্যে একটিতে ২৮ ও অন্যটিতে ২০ রান করেন টপ অর্ডারের এই ব্যাটার। 

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার ইনজুরির কারণে ছিটকে গেলেন ফখর। এর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও চোট পেয়েছিলেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ওভারে চোট পেয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে যান এই বাঁহাতি ব্যাটার। 

ত্রিনিনাদে অনুষ্ঠিত হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম।