মেসির চোটের ধরন জানাল মায়ামি
ক্যারিয়ারের শেষলগ্নে এসেও একের পর এক ম্যাচ খেলে চলছেন লিওনেল মেসি। সেই ধকলের কারণেই নেকাখসার বিপক্ষে সবশেষ লিগস কাপের ম্যাচে চোট পান ইন্টার মায়ামির এই তারকা। মাত্র ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে আক্রমণে যান তিনি। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে পড়ে যান মাটিতে। যদিও উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে অস্বস্তি বোধ করায় শেষ পর্যন্ত ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। বদলি হিসেবে নামেন ফেদেরিকো রেদোনদো।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানান, ‘আগামীকাল পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। সে ব্যথা অনুভব করছে না, তবে কিছুটা অস্বস্তি আছে। আশা করি গুরুতর কিছু নয়।’
আজ মেসির চোটের সবশেষ অবস্থা জানায় মায়ামি। মেজর লিগ সকারের ক্লাবটি জানিয়েছে, আর্জেন্টাইন তারকার পেশির চোট খুব গুরুতর নয়। তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই। যদিও ফেরার সময় নিয়ে এখনো কিছু জানায়নি তারা।
বিবৃতিতে মায়ামি জানায়, ‘পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে ‘‘মাইনর’’ চোট আছে। তার চিকিৎসা কোন পথে এগোয় এবং শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর নির্ভর করবে মেডিকেল ছাড়পত্র পাওয়া।’
যদিও লিগস কাপে মেসির আর নাও খেলা হতে পারে। যুক্তরাষ্ট্র ও মেক্সিতোর ৩৬ ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্টে আগামী বুধবার পরের ম্যাচ খেলবে মায়ামি। সেখানে দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে ক্লাবটি। রবিবার থেকে শুরু হবে মেজর লিগ সকারে তাদের নিয়মিত মৌসুমের খেলা।