নিজেকে ঝুঁকিতে ফেলেও ‘এক হাতে ব্যাট করতে প্রস্তুত’ ওকস
ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্টে সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান ইংল্যান্ডের ক্রিস ওকস। পরে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। লম্বা সময়ের জন্যই খেলার বাইরে থাকতে হবে তাকে। তবে আজ যদি দলের প্রয়োজন হয় তাহলে ভাঙা হাত নিয়েই ব্যাট করতে প্রস্তুত ওকস। এক হাতেই চালাবেন ব্যাটিং। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন জো রুট।
পঞ্চম দিনে ওভাল টেস্ট বেশ রোমাঞ্চ নিয়েই অপেক্ষা করছে। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রান আর ভারতের ৪ উইকেট। মূলত, এটি ৩ উইকেট হবে। কারণ, ওকস ইনজুরির কারণে প্রথম ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি। কিন্তু পরিস্থিতি যদি ম্যাচ বাঁচানো নিয়ে হয় তাহলে নামতে প্রস্তুত ওকস। এমনকি ক্রিজে নামার জন্য এক হাতে ব্যাটিংয়ের অনুশীলনও করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
রুট বলেছেন, ‘সে পুরোপুরিই আছে (ম্যাচে), আমাদের সবার মতোই। এটা তেমনই একটা সিরিজ, যে সবাই নিজেদের শরীরকে ঝুঁকিতে ফেলতে পিছপা হবে না। আশা করি, তেমন কিছু শেষ পর্যন্ত হবে না। তবে আজকে একটা পর্যায়ে এখানে (ইনডোরে) কিছু থ্রো ডাউন খেলেছে সে এবং প্রয়োজন পড়লে সে প্রস্তুত। যা কিছু প্রয়োজন, সবকিছু করতে সে মরিয়া।’
ডানহাতি ব্যাটার ওকস বাঁহাতি হয়ে ব্যাট করবেন কি না সেটির নিশ্চয়তা অবশ্য দেননি রুট, ‘আমি ঠিক নিশ্চিত নই (বাঁহাতি হয়ে ব্যাট করবেন কি না)… তাকে অনুশীলন করতে দেখিনি আমি। কালকে (সোমবার) সকালে কিছু আভাস পাওয়া যেতে পারি, যদি সকালে কিছু থ্রো ডাউন সে খেলে।’
ওকসের প্রতি বিশ্বাস আছে রুটের, ‘ইংল্যান্ডের জন্য সে (ওকস) নিজের শরীরকে ঝুঁকিতে ফেলতে কোনো দ্বিধা করবে না। এতেই ফুটে ওঠে তার মানসিকতা ও ব্যক্তিত্ব। আশা করি, তাকে নামতে হবে না। তবে যদি সেই পর্যায়ে যেতে হয় যে, তাকে নামতেই হবে আমাদেরকে লক্ষ্য ছুঁতে ও অসাধারণ এক সিরিজ জেতাতে সে থাকবে।’
চলতি সিরিজেই ইনজুরি নিয়ে ব্যাটিংয়ের উদাহরণ আছে। ভাঙা পা নিয়েই ভারতের জন্য খেলতে নেমেছিলেন তিনি। রুটের ভাষ্য, ‘পরিস্কারভাবেই প্রচণ্ড ব্যথায় কাতর সে (ওকস), সিরিজজুড়ে এত কিছু করার পর। এতেই ফুটে ওঠে, তার কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই সিরিজে অন্যদেরকেও আমরা দেখছি নানা আঘাত সয়ে খেলতে, রিশাভ পান্ত যেমন ভাঙা পায়ে খেলেছে।’
এক হাতে ব্যাটিং করার নজির আন্তর্জাতিক ক্রিকেটে আগেও হয়েছে। ম্যালকম মার্শাল, সেলিম মালিক কিংবা তামিম ইকবালরা এই উদাহরণ তৈরি করে গেছেন আগেই।