ইতিহাস গড়ার দিনে সাঙ্গাকারাকে পেছনে ফেললেন রুট
ব্যাট হাতে অনন্য ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ওভালে নিজেদের দ্বিতীয় ইনিংসেও আদায় করেছেন দারুণ এক সেঞ্চুরি। ১৫২ বলে ১০৫ রানের নান্দনিক এক ইনিংস খেলে বিদায় নিলেও দারুণ কিছু রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
২০১৯ সাল থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুট। এই সময়ে ৬৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২০টি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ২৩টি ফিফটি। দুইয়ে থাকা স্টিভেন স্মিথ তার থেকে অনেক পিছিয়ে। ৪ হাজার ২৭৮ রান এই অস্ট্রেলিয়ান ব্যাটারের। পরের তিনটি স্থান যথাক্রমে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন (৪ হাজার ২২৫), ইংল্যান্ডের বেন স্টোকস (৩ হাজার ৬১৬) ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের (৩ হাজার ৩০০)।
এছাড়াও ঘরের মাঠে কোনো একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংসে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্বি টেইলরকে ছুঁয়ে ফেলেছেন রুট। যৌথভাবে এই রেকর্ডে দুইয়ে আছেন তারা। ইংল্যান্ডে ভারতের বিপক্ষে রুটের ফিফটি ১৬টি। আর টেইলরের ইংল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৭টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস আছে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডমানের।
ধীরে ধীরে শচীনের টেস্টে রেকর্ড ১৫ হাজার ৯২১ রানের দিকে এগিয়ে যাচ্ছেন রুট। সেঞ্চুরি সংখ্যায় গতকাল ছাড়িয়ে গেছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। টেস্টে সাঙ্গাকারার সেঞ্চুরি ৩৮টি। রুট গতকাল পূর্ণ করলেন ৩৯তম সেঞ্চুরি। তার ওপরে আছেন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও টেন্ডুলকার (৫১)।