২৫ বছরে বাংলাদেশে কোচ হয়ে এলেন পাসারা
বয়স তার ২৫। থাইল্যান্ডের জাতীয় টিটি দলেও খেলে থাকেন। সাম্প্রতিক সময়ে কোচিং পেশাতেও বেশ নাম কামিয়েছেন। সেই প্যাটারাথ্রোর্ন পাসারাকেই কোচ হিসেবে এনেছে টেবিল টেনিস ফেডারেশন।
গতকাল রবিবার ঢাকায় এসে পৌঁছান পাসারা। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ক্যাম্পে রয়েছেন ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার মাহবুব বিল্লাহ। যার বয়স প্রায় ৫০। নারী দলের অন্যতম খেলোয়াড় সোনাম সুলতানা সোমার ক্যারিয়ার প্রায় দুই দশকের। নারী-পুরুষ মিলিয়ে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারই এই থাই কোচের বয়সের কাছাকাছি।
এত কম বয়সী কোচ আনা ও তার অধীনে সিনিয়র খেলোয়াড়দের অনুশীলন নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল চাইনিজ কোচ আনা। বাজেট, ভাষাসহ নানা কারণে পারিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকেই এই থাই কোচের সন্ধান পাই। এশিয়ার অনেক দেশ বিশেষত ভারতীয় কর্মকর্তারা তাকে হাইলি রেট করেছে।’