যুক্তরাষ্ট্রে বাবর-রিজওয়ানদের ডেকে কী বললেন পিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ২০:২২
শেয়ার :
যুক্তরাষ্ট্রে বাবর-রিজওয়ানদের ডেকে কী বললেন পিসিবি সভাপতি

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। লডারহিল স্টেডিয়ামে আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখেছেন তিনি। ম্যাচের সময়ই সাইডলাইনে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারকে ডেকেছিলেন নকভি। 

পিসিবি চেয়ারম্যানের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ। মূলত, আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের প্রস্তুতি নিয়ে কথা বলতেই এসব ক্রিকেটারদের ডেকেছেন নকভি। 

আলোচনার সময় পাকিস্তান দলের মধ্যে ঐক্য ধরে রাখার ও একে অপরকে সাহায্য করার জন্য পরামর্শ দেন নকভি। নিয়মিত সাফল্য পেতে এক থাকার বিকল্প নেই বলে মনে করেন তিনি। 

খেলোয়াড়দের উদ্দেশে নকভির বার্তা, ‘এক দল হিসেবে খেলেই সাফল্য আসে। খেলোয়াড়দের ঐক্যবদ্ধ দেখে আমি খুশি। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো এগিয়ে আসছে। এ সময় একে অপরকে সমর্থন করা গুরুত্বপূর্ণ।’