ফাইনালে পাকিস্তানের হারে রায়নার ইঙ্গিতপূর্ণ পোস্ট
ইংল্যান্ডের এজবাস্টনে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা খুইয়েছে পাকিস্তান। বিষয়টিতে ভারত চ্যাম্পিয়নস দলের সদস্য সুরেশ রায়না বেশ আনন্দই পেয়েছেন। পাকিস্তানের প্রতি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে জানান দিলেন সেটিই।
পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের বৈরিতার কারণে ডব্লিউসিএলের গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত। পরে আবারও দেখা হয় সেমিফাইনালে। এবারও ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান যুবরাজ সিং-সুরেশ রায়নারা। তাতে ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
ফাইনালের পর এক্সে দেওয়া এক পোস্টে সেঞ্চুরি হাঁকানো ডি ভিলিয়ার্সকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে ইঙ্গিত করে বার্তা দেন রায়না, ‘ফাইনালে ডি ভিলিয়ার্সের কী অসাধরণ ইনিংস, একদম গুঁড়িয়ে দিয়েছেন। আমরা যদি খেলতাম, আমরাও তাদের গুঁড়িয়ে দিতাম। কিন্তু আমরা দেশকে সবার ওপরে রাখার পথ বেছে নিয়েছি।’
পোস্টে রায়না টুর্নামেন্টটির স্পন্সর ‘ইজমাইট্রিপ’-এর সহ প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টিরও প্রশংসা করেন। পাকিস্তান ফাইনালে ওঠায় তিনি তার প্রতিষ্ঠানকে স্পন্সর তালিকা থেকে সরিয়ে নেন। রায়না বলেন, ‘তারা (পাকিস্তান) আছে এমন কোনো ম্যাচে না থাকার অবিচল সিদ্ধান্তে অটল থাকায় ইজমাইট্রিপ এবং নিশান্ত পিট্টির প্রতিও পূর্ণ সম্মান।’