ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
নিশ্চিতভাবে ইনজুরির ধাক্কা খেল ইংল্যান্ড! আসন্ন অ্যাশেজ সিরিজের আগে বড়সড় দুঃসংবাদ পেয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। কাঁধের চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। ধারাবাহিক পারফরম্যান্সে পেস বোলিং আক্রমণের অন্যতম নেতা হয়ে উঠেছিলেন তিনি। তবে ইনজুরির কারণে এবার তাকে ছাড়া অ্যাশেজের পরিকল্পনা সাজাতে হতে পারে ইংল্যান্ডকে।
ওভালে ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর চোট পান ওকস। রিপোর্ট অনুযায়ী, তার কাঁধের হাড় সরে গেছে। ফলে তিনি এখন ব্যাট কিংবা বল—কোনো কিছুই করতে পারছেন না। অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও চিকিৎসকরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মাঠে ফিরতে ওকসের ১২ থেকে ১৪ সপ্তাহ সময় লাগতে পারে। সে অনুযায়ী, আগামী নভেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অ্যাশেজ সিরিজে ওকসের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সবচেয়ে ভালো সম্ভাবনাতেও কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতে পারেন তিনি।
তবে ওকসের অনুপস্থিতি খুব বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে না ইংলিশদের জন্য। দলে ইতোমধ্যে ফিরে এসেছেন জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসন, যারা ইনজুরি কাটিয়ে আবারও পেস আক্রমণে জায়গা করে নিচ্ছেন। যদিও ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না আর্চার, তবে সেটি সাময়িক এক চোটের কারণে। অন্যদিকে, ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠছেন গতিময় পেসার মার্ক উডও।
উল্লেখ্য, এবারের অ্যাশেজ সিরিজ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থে। আর সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ২০২৬ সালের ৮ জানুয়ারি।