বরিশালের কোচ হলেন আশরাফুল
জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের কোচ হলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলের কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।
আশরাফুল এমন এক সময়ে বরিশাল বিভাগের দায়িত্ব নিলেন যখন দলটি সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব এবং স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া দলের উন্নতিও আনতে হবে আশরাফুলকে। জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ তিন মৌসুম ধরেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বরিশাল বিভাগ।
এর আগে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন আশরাফুল। এবার তিনিই বরিশালের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে আজ শনিবার মিরপুরে বরিশালের কোচ হিসেবে নাম ঘোষণা করেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
গত আসরে চার দিনের জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন আশিকুর রহমান। তবে মাঝপথে সরে দাঁড়ান তিনি। পরে দায়িত্ব নিয়েছিলেন ওয়াহিদুল গণি।
প্রসঙ্গত, চার দিনের জাতীয় লিগে ৮ বিভাগে মোট দল ৮টি। আগামী অক্টোবরের মাঝামাঝিতে এই টুনামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি–টোয়েন্টির দ্বিতীয় আসর।