পাকিস্তানের নাম ব্যবহার করে খেলতে পারবেন না আফ্রিদিরা
ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের নিয়ে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। এই টুর্নামেন্টে ‘পাকিস্তান লেজেন্ডস’-এর হয়ে খেলছেন শহিদ আফ্রিদি, কামরান আকমল, শোয়েব মালিকদের মতো ক্রিকেটাররা। এরই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে তারা। তবে ভবিষ্যতে এমন টুর্নামেন্টে পাকিস্তানের নাম দিয়ে খেলতে পারবেন না তারা।
এমন নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি টুর্নামেন্টে ভারত কর্তৃক দুইবার ‘বিব্রতকর পরিস্থিতি’তে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচে ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ‘ভারত লেজেন্ডস’। ফলে সেমিফাইনাল না খেলেই ফাইনালে পৌঁছান আফ্রিদিরা।
পিসিবি সূত্র থেকে জানা গেছে, পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন হওয়া থেকে রক্ষা করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমন টুর্নামেন্টে পাকিস্তানের নাম ব্যবহারের ক্ষেত্রে আনুষ্ঠানিক অনুমোদন নেওয়াও বাধ্যতামূলক করেছে পিসিবি।
তবে নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্তে লেজেন্ডস লিগে পাকিস্তানের ফাইনাল খেলা বাধাগ্রস্থ হবে না। ফাইনালে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল খেলা দুই দল ও ভারতের বাইরে টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।