যে কারণে ‘এশিয়া কাপেও খেলতে পারবেন না’ বুমরাহ

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১৭:৪৬
শেয়ার :
যে কারণে ‘এশিয়া কাপেও খেলতে পারবেন না’ বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টেস্ট সিরিজের মাত্র ৩টিতে খেলেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। শারীরিক ধকল বিবেচনায় তাকে সব ম্যাচে খেলায়নি ভারতীয় ম্যানেজমেন্ট। একই কারণে আসন্ন এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। 

আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপে বুমরাহর মতো পেসারকে না পাওয়া তাই বড় ধাক্কাই। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন টেস্ট খেলা বুমরাহ মোট ১১৯.৪ ওভার বোলিং করেছেন। যেখানে সব মিলিয়ে ১৪ উইকেট পেয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। 

এশিয়া কাপ শেষ হবে ২৯ সেপ্টেম্বর। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। আহমেদাবাদে প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১০ অক্টোবর, নয়াদিল্লিতে। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে দেশটি।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘এটি (বুমরাহর খেলা বা না খেলা) একটি জটিল সিদ্ধান্ত হবে। কিন্তু বুমরাহ টেস্ট ক্রিকেট পছন্দ করেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ভারত) পয়েন্ট ঝুঁকিতে রয়েছে। টি-টোয়েন্টির ক্ষেত্রে, তিনি জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে পারেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি ড্রেস রিহার্সেল হবে।’

সূত্রটি আরও বলেছে, ‘যদি বুমরাহ এশিয়া কাপ খেলে এবং ধরুন ভারত ফাইনাল খেলে, তাহলে তিনি আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না। স্পষ্টতই প্রশ্ন ওঠে, আপনার কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাহের প্রয়োজন? নাকি এক মাসের বিরতির পর এশিয়া কাপ খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবেন? সেই সিদ্ধান্ত অজিত আগারকর এবং গৌতম গম্ভীরকে নিতে হবে।’