‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহ্যাম ছাড়ছেন সন

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১২:৫১
শেয়ার :
‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহ্যাম ছাড়ছেন সন

টটেনহ্যাম হটস্পারদের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানছেন সন হিউং-মিন। চুক্তির মেয়াদ এখনও বাকি, চলছিল প্রাক-মৌসুম প্রস্তুতিও—এর মধ্যেই হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ান তারকা।

টটেনহ্যামের অধিনায়কের নতুন গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কিছু জানা না গেলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মাত্র আড়াই মাস আগেই তার নেতৃত্বে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম, যা ৪১ বছর পর তাদের প্রথম ইউরোপিয়ান ট্রফি। সেই অর্জনের পর সন বলেছিলেন, ‘আজ আমি এই দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ।’ তবে সেই মানুষটিই এবার নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন।

শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিউলে প্রাক-মৌসুম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের বিদায়ের ঘোষণা দেন তিনি। বলেন, ‘এই গ্রীষ্মে আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। টটেনহ্যামের হয়ে ১০ বছর খেলা ছিল গর্বের, প্রতিটি দিন নিজেকে উজাড় করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মাঠের ভেতরে-বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। ইউরোপা লিগ জিতে হয়তো নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছি। এই ক্লাবই আমাকে একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে তুলেছে—তাই কৃতজ্ঞতার শেষ নেই।’

এর আগে ২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। তার আগে খেলেছেন জার্মান ক্লাব হামবুর্গে। স্পার্সদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচে করেছেন ১৭৩ গোল।

এই সময়ে ক্লাবের হয়ে জিতেছেন ইউরোপা লিগ, খেলেছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ কাপ ফাইনালেও। ২০২১-২২ মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট।

বিদায়ের ঘোষণার পর সনকে সম্মান জানিয়ে টটেনহ্যাম কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেন, ‘সে টটেনহ্যামের সত্যিকারের কিংবদন্তি। এরকম খেলোয়াড়ের বিদায়ের নিখুঁত সময় বেছে নেওয়া কঠিন। তবে সে যেন গর্ব নিয়েই যেতে পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’