শচীনকে যে রেকর্ডে পেছনে ফেললেন রুট
টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুট। ভারতের বিপক্ষে চলমান সিরিজে দারুণ ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার ছাড়িয়ে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।
ওভাল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৯ রানে থেমে যান রুট। তবে এই ছোট ইনিংসেও ধরা দেয় নতুন ইতিহাস। টেস্টে নিজের দেশে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় টেন্ডুলকারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
ইংল্যান্ডে রুটের মোট রান এখন ৭,২২০, যেখানে ভারতের মাটিতে টেন্ডুলকার করেছিলেন ৭,২১৬ রান। এই তালিকায় শীর্ষে রয়েছেন রিকি পন্টিং—অস্ট্রেলিয়ার হয়ে নিজের দেশে তার সংগ্রহ ৭,৫৭৮ রান। সেই রেকর্ডও এখন হাতছোঁয়া দূরত্বে রুটের।
শুধু এতেই থেমে থাকেননি তিনি। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে নিজের দেশে ২,০০০ রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটারও হয়ে গেছেন রুট। ঘরের মাঠে ভারতের বিপক্ষে তার রান এখন ২,০০৬। দ্বিতীয় স্থানে থাকা পন্টিং করেছিলেন ১,৮৯৩ রান, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ায়।
ওভালের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলির বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন রুট। শুরুটা ছিল আত্মবিশ্বাসী। কিন্তু বড় ইনিংস খেলার আগেই থামিয়ে দেন মোহাম্মদ সিরাজ। ইনসুইংয়ে এলবিডব্লিউ হন রুট; রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৪৫ বলের ইনিংসে ছিল ছয়টি চারের মার।
রুট বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ধারাবাহিক পারফরম্যান্সে এই ব্যাটার ধীরে ধীরে নতুন উচ্চতায় পা রাখছেন।