রিয়ালের অনুরোধ রাখল না লিগ কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ০৯:১৭
শেয়ার :
রিয়ালের অনুরোধ রাখল না লিগ কর্তৃপক্ষ

রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পর যথেষ্ট বিশ্রাম ও প্রস্তুতির সময় না পাওয়ার অভিযোগ তুলে লা লিগায় কিছুটা দেরিতে মৌসুম শুরু করার অনুরোধ জানিয়েছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সেই অনুরোধ নাকচ করে দিয়েছে।

গত ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের ৪১ দিন পর, ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগা অভিযান শুরু করার কথা রয়েছে দলটির।

রিয়াল মাদ্রিদ ও ফুটবলারদের সংগঠন এএফই দাবি করেছে, স্পেনের পেশাদার ফুটবল আইনে নির্ধারিত ‘ন্যূনতম বিশ্রাম ও প্রস্তুতির সময়’ রক্ষা করা হচ্ছে না। তারা উল্লেখ করেছে, ছুটি শেষে শারীরিক ও কৌশলগত প্রস্তুতির জন্য কমপক্ষে ২১ দিনের প্রয়োজন।

তবে আরএফইএফ-এর বিচারক হোসে আলবের্তো তার রায়ে বলেন, রেয়ালের খেলোয়াড়রা ১১ জুলাই থেকে ২১ দিনের ছুটিতে ছিলেন। এরপর নতুন মৌসুমের প্রস্তুতির জন্য তাদের প্রয়োজনীয় সময়ও ছিল। সেই হিসাবে লিগ সূচি আইনসঙ্গতভাবেই নির্ধারিত হয়েছে।

বিচারক আরও জানান, বিশ্রাম ও প্রস্তুতির জন্য ২১ দিনের বিধান আইনে নেই। রায়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ চাইলে ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করতে পারবে।

এদিকে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের লা লিগা অভিযান শুরু করবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর আতলেতিকো মাদ্রিদের প্রথম ম্যাচ ১৭ আগস্ট, প্রতিপক্ষ এস্পানিওল।