জুলাইয়ে সাহসী আত্মত্যাগের পাঠচক্র
আমাদের জাতীয় ইতিহাসে নতুনভাবে অমর হয়ে আছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান। হাজারো তরুণ-তরুণী, ভাইবোন বুকের রক্ত দিয়ে লিখেছেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠার গল্প। সেই সাহসী আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতেই নির্দিষ্ট কোনো বই না পড়ে, বরং জুলাই আন্দোলনের অভিজ্ঞতা, সাফল্য এবং সংগ্রামের কাহিনি নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। ২৬ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় পাঠচক্রটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি শারমিন আক্তার। আলোচনা পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক তানজিলা রুমা। ফোরামের অন্য সদস্যরাও এ সময় উপস্থিত থেকে আলোচনায় সক্রিয় অংশ নেন। পাঠচক্রে উঠে আসে ২০২৪ সালের জুলাই মাসে দেশব্যাপী জনগণের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার রূপ। স ইডেন মহিলা কলেজ শাখার সদস্যরা স্মরণ করেন আন্দোলনের ভয়াবহ মুহূর্তগুলো, শহীদদের আত্মত্যাগ এবং মাঠের মানুষদের অপরাজেয় স্পৃহা।
জুলাই ২০২৪ একটি নাম, যা এখন রক্তে লেখা ইতিহাস। কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল হাজারো তরুণ-তরুণী। তারা চেয়েছিল বৈষম্যহীন সুযোগ, চেয়েছিল যোগ্যতার ভিত্তিতে সমান অধিকার। কিন্তু সেই আন্দোলনে অগণিত রক্ত ঝরার পরও আজও প্রশ্ন থেকে গেছে- কোটা সংস্কারের আসল সাফল্য কোথায়?
পাঠচক্রে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘যে কোটা সংস্কারের জন্য এত প্রাণ ঝরল, এত শহীদ হলেন, এখনও আমরা দেখতে পাচ্ছি একই বৈষম্য। বরং শহীদদের নামেই নতুন করে কোটা চালু করা হচ্ছে।’
আরও পড়ুন:
পাঠাগার গড়া যাদের স্বপ্ন ছিল
আলোচনায় উঠে আসে আরেকটি বড় প্রশ্ন- ফ্যাসিস্ট সরকারের পতনের পর এক বছর কেটে গেলেও কেন এখনও দেশ সংস্কারে এত সময় লাগছে?
আরেক শিক্ষার্থী বলেন, ‘যে সরকারকে ক্ষমতা থেকে হটাতে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম একটি নতুন সমাজব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু এক বছর পরও আমরা বড় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এটা হতাশার।’
আরও পড়ুন:
বৈষম্য ঘোচানোই সত্যিকার মানবিক অর্জন
একই সঙ্গে পাঠচক্রে আলোচিত হয় সাম্প্রতিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার মর্মস্পর্শী ঘটনা। সদস্যরা দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুরো অনুষ্ঠান ছিল ইতিহাস ও সমসাময়িক ঘটনার সমন্বয়ে এক আবেগঘন আয়োজন। জুলাই গণ-অভ্যুত্থানের সাহস ও চেতনাকে সামনে রেখে সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরও পড়ুন:
ইবিতে শীতের আগমনী বার্তা