‘ফাইনাল’ টেস্টে আর খেলতে পারবেন না ওকস

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৫:২৬
শেয়ার :
‘ফাইনাল’ টেস্টে আর খেলতে পারবেন না ওকস

ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্টে সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান ইংল্যান্ডের ক্রিস ওকস। কিছুক্ষণ ব্যথায় কাতরানোর পর ইংল্যান্ড দলের ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। ওকসের মুখের অবস্থা দেখে তখনই শঙ্কা জেগেছিল, টেস্টের বাকি ৪ দিন হয়তো খেলতে পারবেন না তিনি। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। 

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের প্রথম চারটি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। চলতি পঞ্চম ম্যাচ জিতলে বা ড্র করলেই সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। তবে ভারত জিতলে ড্র হবে সিরিজ। তাই ফাইনালের গুরুত্বই পাচ্ছে এই টেস্টটি। এমন ম্যাচেই ছিটকে গেলেন অলরাউন্ডার ওকস।

ওকস ব্যথা পান ওভার টেস্টের প্রথম দিনের ৫৭তম ওভারে। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ক্রিস ওকস বাউন্ডারি ঠেকান ঠিকই, কিন্তু নিজে পান তীব্র ব্যথা। 

আজ শুক্রবার খেলা শুরুর আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে বাম কাঁধে আঘাত পাওয়ার পর ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ওভালে পঞ্চম টেস্টের বাকি সময় জুড়ে পর্যবেক্ষণে থাকবেন। তবে এই পর্যায়ে, এমন চোটের কারণে তিনি আর টেস্টের বাকি সময়ে খেলতে পারবেন না।’