ইতিহাস গড়ে তুর্কি লিগে যোগ দিলেন ওসিমেহন

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৪:০৩
শেয়ার :
ইতিহাস গড়ে তুর্কি লিগে যোগ দিলেন ওসিমেহন

নাপোলি থেকে ভিক্টর ওসিমেহনের তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে যাওয়া নিয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে নানা দেন-দরবার ও টানাপোড়েন শেষে রেকর্ড মূল্যে তুর্কি ক্লাবটিতে যোগ দিলেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

ওসিমেহনকে পেতে গালাতাসারাইকে খরচ করতে হয়েছে রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরো। তুরস্কের ইতিহাসে এত দামে তো দূরের কথা এর কাছাকাছি মূল্যেও কোনো দলবদল হয়নি। গত বছর ২০ মিলিয়ন ইউরোতে সেভিয়া থেকে ফেনারবাচেতে যোগ দিয়ে রেকর্ড গড়েছিলেন মরোক্কার ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে গালাতাসারাই জানায়, চার বছরের চুক্তিতে ওসিমেহনকে নিয়েছে তারা। ক্লাবটিতে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন এই নাইজেরিয়ান তারকা। এছাড়াও প্রতি মৌসুমে ‘লয়্যালিটি বোনাস’ পাবেন আরও ১ মিলিয়ন ইউরো এছাড়াও ক্লাবের ব্র্যান্ডিং ও প্রচারমূলক কার্যক্রমের ‘ইমেজ রাইটস’ হিসেবে আরও ৫ মিলিয়ন ইউরো পাবেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

২০২০ সালে ফরাসি ক্লাব লিল থেকে নাপোলিতে যোগ দেন ওসিমেহন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। পরে দলকে ৩৩ বছর পর জেতান লিগ শিরোপা। ৩২ ম্যাচে ২৬ গোল করেন এই ফরোয়ার্ড। এরপর তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। তবে গত বছর থেকে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তার। 

পরে ধারে খেলতে গান গালাতাসারাইয়ে। সেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। গত মৌসুমে তুর্কি লিগে সর্বোচ্চ ২৬ গোল করেন ওসিমেহন। লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় গালাতাসারাই। পরে তুর্কি কাপেও চ্যাম্পিয়ন হয় দলটি।