কার গোলে মেসির অ্যাসিস্ট সবচেয়ে বেশি, দুই-তিনে কারা
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন আর্জেন্টাইন লিওনেল মেসি। ফিরেই নিজের ঝলক দেখালেন তিনি। নিজে গোল না করলেও দলের জয়ে গোলের অবদান তারই। গতকাল বৃহস্পতিবার ভোরে লিগস কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে দুটি গোলেরই রূপকার এ বিস্ময়কর আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ১১১৫ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৮৭৪টি। গোল বানিয়েছেন ৩৮৯টি- সব মিলিয়ে ১২৬৩ গোলে সরাসরি অবদান মেসির। ১৯১৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাপা সাময়িকী ছিল এল গ্রাফিকোর। এরপর অনলাইনে চলে আসা সাময়িকীটি আরও জানিয়েছে, মেসি তার পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত ৯০ জন সতীর্থকে অন্তত একটি করে গোল করিয়েছেন। এ তালিকায় তার ৯০তম সতীর্থ মিয়ামির আর্জেন্টাইন রাইটব্যাক মার্সেলো ভিগান্ট—আজ আটলাসের বিপক্ষে মায়ামির দ্বিতীয় গোলটি তাকে দিয়ে করান মেসি। ৯০ খেলোয়াড়ের মধ্যে মেসি সবচেয়ে বেশি গোল করিয়েছেন তার বন্ধু লুইস সুয়ারেসকে দিয়ে। তার এই বন্ধুর বাড়ি উরুগুয়েতে। বার্সেলোনায় একসঙ্গে খেলার পর এখন মায়ামিতে তারা সতীর্থ। ঠিক ধরেছেন- লুইস সুয়ারেজ। উরুগুয়ের কিংবদন্তিকে দিয়ে এ পর্যন্ত ৪৬ গোল করিয়েছেন মেসি।
তালিকায় দ্বিতীয় ব্যক্তিটিও দক্ষিণ আমেরিকান। মেসির জাতীয় দলের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলে তার বাড়ি এবং সম্পর্কও বেশ ভালো দুজনের। নেইমার! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দিয়ে ২৭ গোল করিয়েছেন মেসি। ২০ গোল করিয়েছেন বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে, সেটি পিএসজিতে থাকতে। মেসির সাবেক বার্সা সতীর্থ পেদ্রো রদ্রিগেজও আছেন এ তালিকায়। তাকে দিয়ে ১৭ গোল এবং বার্সার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে দিয়ে ১৫ গোল করিয়েছেন মেসি।
চাইলে এ তালিকায় আরও কিছু নাম যোগ করা যায়। সেসব নাম স্মরণ করিয়ে দেবে মেসির বার্সার সোনালি দিনগুলোকে। ডেভিড ভিয়াকে দিয়ে ১৩ গোল, জর্দি আলবাকে দিয়ে ১১ গোল এবং সেস ফ্যাব্রেগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও আলেক্সিস সানচেজকে দিয়ে ১০ গোল করিয়েছেন ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।
মেসি এ নিয়ে টানা ১৯ বছর অন্তত ১০টি করে গোল বানালেন। তার এ ধারা শুরু হয়েছে ২০০৭ থেকে, যে বার ১২ গোল করিয়েছিলেন। ২০০৪ (০), ২০০৫ (৪) ও ২০০৬ (৩) সালে গোল বানানোয় দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ২০২২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।