গুরুতর অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকেতা

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১২:১৬
শেয়ার :
গুরুতর অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকেতা

ব্রাজিল ও ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকেতার বিরুদ্ধে উঠেছিল স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে অনেক তদন্তের পর সেই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে এই ফুটবলারকে। 

গতকাল বৃহস্পতিবার রাতে পাকেতার নির্দোষ প্রমাণিত হওয়ার খবর জানায় তার ক্লাব ওয়েস্ট হ্যাম। পাকেতার বিরুদ্ধে প্রায় ২ বছর ধরে তদন্ত করছিল ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) একটি স্বাধীন কমিশন। দোষী প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল তার। তবে তেমন কিছু পাওয়া যায়নি। 

ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল পাকেতার বিরুদ্ধে। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ তখন জানায়, ওয়েস্ট হ্যামের হয়ে ২০২২ সালের নভেম্বরে লেস্টার সিটির বিপক্ষে, ২০২৩ সালের মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে, ২০২৩ সালের মে মাসে লিডস ইউনাইটেডের বিপক্ষে ও সর্বশেষ আগস্টে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন পাকেতা।

২০২৩ সালের আগস্টে তদন্ত শুরু করেছিল এফএ। নির্দোষ প্রমাণিত হওয়ার পর গণমাধ্যমের কাছে পাকেতা বলেন, ‘তদন্ত শুরুর প্রথম দিন থেকে আমি এসব মারাত্মক অভিযোগের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং দুই বছর পর হাসিমুখে মাঠে ফিরতে মুখিয়ে আছি।’

২০২০ সালে এসি মিলান থেকে ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেন পাকেতা। পরে ২০২২ সালের আগস্টে ভেড়েন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যামে। ২০২৩ সালে ওয়েস্ট হ্যাম ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা থাকলেও এফএ তদন্ত শুরু করায় সেটি আর হয়ে ওঠেনি। সবশেষ মৌসুমে ওয়েস্ট হ্যামের হয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেন পাকেতা। আর ব্রাজিলের হয়ে ১৩ ম্যাচে করেন ২ গোল।