মোটা অঙ্কের জরিমানা গুনল পিএসজি
সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই কাণ্ডের জের হিসেবে দলটিকে শাস্তি দিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল গত মে মাসে, জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। সেই ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িযে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় লুইস এনরিকের শিষ্যরা।
উচ্ছ্বাস একটি বেশিই বাধভাঙা ছিল পিএসজি সমর্থকদের। শেষ বাঁশি বাজার পরই উদযাপনের জন্য মাঠে ঢুকে পড়ে পিএসজির হাজার হাজার সমর্থক। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। সেখনে সমর্থকদের মাঠে ঢুকে পড়া, আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগ আনা হয় ফরাসি ক্লাবটির বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পিএসজির শাস্তির কথা জানিয়েছে উয়েফা। যেখানে ক্লাবটিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এই ধরনের অপরাধে এটিই সবচেয়ে বড় শাস্তি। এছাড়াও উয়েফা প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তবে এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত আছে।