তৃতীয় ম্যাচে এসে হারল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে আজ বৃহস্পতিার তৃতীয় ম্যাচে এসে হার দেখল আজিজুল হক তামিমের দল। হারারেতে প্রোটিয়া যুবাদের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগার যুবারা।
প্রথমে ব্যাট করতে নেমে বড় লক্ষ্যের দিকেই আগাচ্ছিল বাংলাদেশ দল। ৩ উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল এক শ রানের দেড়গোড়ায়। তবে ৯৯ রানে চতুর্থ উইকেটের পর শুরু হয় ব্যাটিং ধস। ১৩০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে দেড় শ করার আগেই অলআউট হওয়ার ঝুঁকিতে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। তবে ছয় নম্বরে নামা কালাম সিদ্দিকীর দৃঢ়তায় সেই বিপদ এড়ায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ৩১ বল বাকি থাকতে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক আজিজুল। ৫টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তিনি। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে অপরাজিত থাকেন কালাম। ৬১ বলে এই ইনিংস খেলার পথে ৩টি চার ও ১ ছক্কা হাঁকান তিনি। টাইগারদের হয়ে আর কেবল রিজান হোসেনই (১৭) দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেন।
১৭৬ রানের লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার জোরিচ ফন শালকউইক ৬ রান করে আউট হলেও বাকি চার ব্যাটার মোহাম্মেদ বুলবুলিয়া (৩৯), আরমান মানাক (৫৭), জেসন রোয়েলস (৪১) ও ভিহান প্রিটোরিয়াস (২১) দারুণ অবদান রাখেন। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন আল ফাহাদ। ৯ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকালই, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আগামী ৬ ও ৮ আগস্ট দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকলে খেলবে আগামী ১০ আগস্টের ফাইনালে।