ইয়ামাল নৈপুণ্যে ৭-৩ গোলে জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ২০:২৩
শেয়ার :
ইয়ামাল নৈপুণ্যে ৭-৩ গোলে জিতল বার্সেলোনা

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচেও সাফল্য দেখিয়ে চলছে স্প্যানিশ লা লিগার সবশেষ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ বৃহস্পতিবার লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের জোড়া গোলে দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে কাতালানরা। 

এর দিন তিনেক আগে জাপানের ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সেদিনের মতো আজও দুই অর্ধে ভিন্ন দুই একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সাফল্যও ধরা দেয় তাতে। 

সিউলে ম্যাচজুড়েই দাপট দেখায় বার্সেলোনা। ৭৩ শতাংশ বল পায়ে ছিল দলটির। ম্যাচে গোলের জন্য ১৯টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে পারে কাতালানরা। অন্যদিকে সিউলের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।

এদিন অষ্টম মিনিটেই গোল পায় বার্সেলোনা। ইয়ামালের শট সিউলের গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগার পর ফিরতি বলে কাছ থেকে গোল দেন রবের্ত লেভানদোভস্কি। ১৪তম মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল।

সিউল তাদের ব্যবধান কমায় ২৬তম মিনিটে। গোল দেন ইয়াং-উক চো। প্রধমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতাও এনে ফেলে দলটি। তবে কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোল দিয়ে আবার বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। 

দ্বিতীয়ার্ধে সিউল ১ গোল দিলেও বার্সা পূরণ করে গোলের হালি। ৫৫তম মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪তম মিনিটে তোরেস এবং ৭৬তম মিনিটে গোল দিয়ে ব্যবধান ৬-২ করে বার্সা। ৮৫তম মিনিটে সিউল এক গোল শোধ করলেও নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করেন তোরেস।