৫৯ ও ৪৬ বছরের রেকর্ড ভাঙলেন গিল
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নেমে দারুণ দুইটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক শুভমান গিল। ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স ও নিজ দেশের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারকে।
ওভালে টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির আগে ২৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন গিল। মাত্র ১৫ রানেই রেকর্ড গড়া হয়ে যায় গিলের। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজে সফরকারী দেশের অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের নজির এখন শুভমানের।
এর মাধ্যমে সোবার্সের রেকর্ড ভেঙেছেন শুভমান। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৭২২ রান করেছিলেন সোবার্স। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্টে শুভমানও করেন ৭২২ রান। আজ বৃহস্পতিবার ওভালে ১ রান করতেই তার রান হয় ৭২৩। সৃষ্টি হয় নতুন রেকর্ড।
সোবার্সের রেকর্ড ভাঙার কিছুক্ষণ পরই গাভাস্কারের রেকর্ড ভাঙেন শুভমান। ভারতের অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক গাভাস্কার। আজ ১১ রান করার সঙ্গে সঙ্গে চলতি সিরিজে শুভমানের রান হয় ৭৩৩।
অর্থাৎ, সোবার্সের ৫৯ বছর ও গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শুভমান। তার সামনে আরও অনেকগুলো রেকর্ড ভাঙার হাতছানি আছে। প্রসঙ্গত, মধ্যাহ্নবিরতির আগে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছে ভারত। বৃষ্টির কারণে এই সময়ে বন্ধ হয়ে যায় খেলা। আউট হয়েছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২) এবং লোকেশ রাহুল (১৪)।