রাহুলের দিকে চোখ কলকাতার
আইপিএলে সবশেষ মৌসুমের আগের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তবে এবার আজিঙ্কা রাহানের নেতৃত্বে ব্যর্থ হয়েছে কেকেআর। তাই অধিনায়ক বদলাতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ লোকেশ রাহুলকে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
জানা গেছে, রাহুলের ব্যাপারে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথা বলেছে কলকাতা। আগামী মৌসুমের আগেই ট্রেড উইন্ডোতে তাকে দলে ভেড়াতে চায় শাহরুখ খানের দল। সেক্ষেত্রে কলকাতা থেকেও একজন ক্রিকেটারকে দিল্লির জন্য ছাড়তে হবে। তবে কলকাতা থেকে নেওয়ার মতো কোনো ক্রিকেটার পাওয়া যাচ্ছে না। তাই দিল্লি নাকি বিষয়টিতে খুব একটা আগ্রহী নয়।
যদিও দিল্লি যদি রাহুলকে ছেড়ে দেয় তাহলে নিলামে উঠবেন তিনি। পরে নিলাম থেকে রাহুলকে কেনার সুযোগ থাকবে কলকাতার সামনে। তাছাড়া পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিতে পারে ২৩ কোটি ৭৫ লক্ষ রুপির ভেঙ্কটেশ আইয়ারকে। সেক্ষেত্রে তাদের পকেটে টাকাও থাকবে। গত নিলামে রাহুলের দাম উঠেছিল ১৪ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাহুলকে দলে টানার নেপথ্য কারিগর কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার। এর আগে রতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। সেখান থেকেই রাহুলের সঙ্গে সম্পর্ক বেশ ভালো তার।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণকে ছেড়ে দিয়েছে কেকেআর। অর্থাৎ, আগামী মৌসুম শুরু হওয়ার আগেই নতুন প্রধান কোচ ও বোলিং কোচ আনতে হবে তাদের। সেই তালিকায় তারা যোগ করতে চাইছে নতুন অধিনায়কও।