তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগে সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন তাসকিন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন এবং ভক্তদের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
অবশেষে গতকাল বুধবার বিষয়টির মীমাংসা হয়েছে। গণমাধ্যমে কথা বলার সময় সৌরভ জানান, দুই পরিবারের আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
সৌরভ বলেন, ‘বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজ দুই পরিবার বসে মুচলেকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিয়েছে। এর আগে আমি অভিযোগ তুলে নিইনি বা ক্ষমাও চাইনি। আজ পারিবারিকভাবে সমাধান হয়েছে। শুরুতেই যদি এভাবে মীমাংসা হতো, তাহলে পরিস্থিতি এতটা বাড়ত না।’
তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেন সৌরভ। তিনি বলেন, ‘তাসকিন আমার ছোটবেলার বন্ধু। দেশের জন্য ওর অনেক কিছু দেওয়ার আছে, সেজন্য শুভকামনা জানাই। তবে আমি এখন ওকে একজন খেলোয়াড় হিসেবেই দেখি। ব্যক্তিগতভাবে কিছুটা ট্রমাটাইজড, তাই সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে।’
এ বিষয়ে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘তাসকিনের পরিবারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল, অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে মুচলেকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই অভিযোগ করা হয়েছিল, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। এখন উভয় পরিবার ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে একমত হয়েছে।’
এর আগে ঘটনার শুরুতে তাসকিন দাবি করেন, ‘আমার সঙ্গে কোনো ঝগড়া হয়নি। ও আমার নাম উল্লেখ করলেও ঘটনাটি ছিল আমার দুই বন্ধুর মধ্যে। এটি আমার, আমার পরিবার এবং বন্ধুর জন্য অপমানজনক। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাই।’